721
Published on অক্টোবর 1, 2022উৎসব মুখর পরিবেশে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল, আলোচনা সভা ও আনন্দ শোভা যাত্রার আয়োজন করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ।
এতে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন,শত্রুর মুখে ছাই দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধ্বংসের ছাই হতে গ্রীক পুরানের ফিনিক্স পাখির মতো বাংলাদেশকে পুনরুদ্ধার করেন। ন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চসিক সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমগ্র বিশ্বে অবাক বিস্ময়,তাঁর বিকল্প একমাত্র তিনি নিজেই।শত প্রতিকূলতার পেরিয়ে একটি স্বল্পোন্নত দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করে বিশ্বে বাংলাদেশকে উন্নয়ন এর রোল মডেলে পরিণত করেছেন।
প্রীতি সমাবেশে অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী,আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু প্রমুখ।