813
Published on সেপ্টেম্বর 29, 2022পিরোজপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে জেলা আওয়ামী লীগ। বুধবার বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে এম এ আউয়াল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মজিবুর রহমান খালেক, জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান সালমা রহমান হ্যাপী, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, এ্যাড. মোস্তফা কামাল, প্রচার সম্পাদক এ্যাড. খান মো: আলাউদ্দিন, দপ্তর সম্পাদক শেখ ফিরোজ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মল্লিক স্বপন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাদউল্লাহ লিটন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরণ।
এছাড়াও জেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত।