603
Published on সেপ্টেম্বর 29, 2022আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে ব্যতিক্রমী আয়োজন করেছে আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ। শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে ৭৬ জন নবজাতক এবং তাদের মায়ের জন্য বঙ্গবন্ধুকন্যার শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার দিনভর রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ঘুরে ঘুরে স্বেচ্ছাসেবক লীগের নেতারা এই উপহার প্রদান করেন। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেসবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নিদের্শে সংগঠনের নেতারা হাসপাতাল ঘুরে ঘুরে এসব বিতরণ করছেন।
রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পিতা মাতার হাতে শুভেচ্ছা স্মারক পৌঁছে দেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শামীম শাহারিয়ার, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এসময় আরো উপস্থিত ছিলেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ দীপি বড়ুয়া ও হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক প্রিতম মজুমদার ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীগণ।
রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে সংগঠনের সহ-সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. আলী আবরারের নেতৃত্বে নবজাতকের আত্মীয় স্বজনদের হাতে বঙ্গবন্ধুকন্যার শুভেচ্ছা স্বারক প্রদান করা হয়।
উপহার পেয়ে মা-বাবাসহ পরিবারের সদস্যগণ খুবই উচ্ছ্বসিত। একজন মা বলেন, শেখ হাসিনার উপহার আমাদের সন্তানের জন্য আশীর্বাদস্বরুপ। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং তার দীর্ঘায়ূ কামনা করি।