883
Published on সেপ্টেম্বর 29, 2022নানান কর্মসূচির মধ্য দিয়ে নওগাঁয় সারা দিনব্যাপী বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বুধবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে নওগাঁ জেলা আওয়ামী লীগের উদ্দ্যোগে আলোচনা সভা ও আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়।
সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও এক মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এম পি (ভার্চুয়াল), জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক, নওগাঁ সদর-৫ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন, আব্দুর রহমান, শাহিন মনোয়ারা হক, রফিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক বিভাষ মজুমদার গোপাল ও মেহেদী হাসান নয়ন, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস তুহিন রেজা ও হাসানুল আল মামুনসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, ছাত্রলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।