ঝালকাঠি জেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

646

Published on সেপ্টেম্বর 29, 2022
  • Details Image

ঝালকাঠি জেলা আওয়ামী লীগ এর উদ্যোগে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৬তম শুভ জন্মদিনের অনুষ্ঠান উদযাপিত হয়েছে। জন্মদিন উপলক্ষে শহরের ফায়ার সার্ভিস মোড়ে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু এমপি।

ঝালকাঠি-২ আসনের এমপি ও ১৪ দলের কেন্দ্রীয় সমন্বায়ক আমির হোসেন আমু এমপি বলেছেন, দেশ সংবিধান অনুযায়ী পরিচালিত হচ্ছে, সংবিধান অনুযায়ি বর্তমান সরকারের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন যারা আন্দোলন করছেন তারা বর্তমান সরকারের অধীনেই সুর সুর করে আগামী নির্বাচনে আসবেন।

গত বুধবার বিকাল সাড়ে ৫টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ঝালকাঠি ফায়ার সার্ভিস মোড়ে বিশাল সমাবেশের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য একথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপির তত্ত্বাবধায়ক সরকার ইস্যু গ্রহণযোগী হবে না। বর্তমানে তাদের মাথায় পাকিস্তান প্রেম জেগে উঠেছে। আগামী নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি’র মাথায় থাকা পাকিস্তানি প্রেত্মাদের সরাতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে আমির হোসেন আমু বলেন, শেখ হাসিনা বহুনির্যাতন সয্য করে আন্দোলনের মধ্যেই বড় হয়েছে। সীমানা নির্ধারনের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশকে পরিপূর্নতা দিয়েছেন। তিনি বিদেশে দেশের মুখ উজ্জল করে ৩৭টি আর্ন্তজাতিক পুরস্কার লাভ করেছেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সরদার মোঃ শাহ আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড.খান সাইফুল্লাহ পনির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত