ফরিদগঞ্জে আওয়ামী লীগের বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

638

Published on সেপ্টেম্বর 28, 2022
  • Details Image

আনন্দ শোভাযাত্রা, কেক কাটা আলোচনা সভাসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালিত হয়েছে।

বুধবার (২৮সেপ্টেম্বর) বিকেলে আনন্দ শোভাযাত্রা নিয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার সহিদ উল্যা তপাদার, সহসভাপতি লোকমান তালুকদার, সিদ্দিকুর রহমান, অ্যাড. মোহাম্মদ আলী, যুগ্মসম্পাদক ওয়াহিদুর রহমান রানা, আলমগীর হোসেন, আরিফুর রহমান আজাদ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মেয়র মাহফুজুল হক , সহসভাপতি আব্বাছ বেপারী, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সুলতান আহমেদ রিপন, দপ্তর সম্পাদক আব্দুস সামাদ মিন্টু প্রমুখ।

এসময় ইউপি চেয়ারম্যান হাজ্বী মো. শাহ আলম শেখ, কৃষকলীগনেতা জহির হোসেন মিজি, পৌর আওয়ামী লীগনেতা রসু মিয়াসহ আওয়ামী লীগ ও  সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুকন্যা প্রধনামন্ত্রী শেখ হাসিনার দীঘায়ু কামনায় বিশেষ দোয়া ও কেক কাটা হয়।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত