1532
Published on সেপ্টেম্বর 28, 2022বাংলাদেশ আওয়ামী লীগ সভপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও সম্প্রীতি বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সুব্রত ঘোষের উদ্যোগে সুন্দরবন টেক্সটাইল মিল উচ্চ বিদ্যালে রচনা লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১২ টায় অনুষ্ঠিত রচনা লেখা প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী শাহজাহান সিরাজের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভা ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুমীর বসু, সাংবাদিক ও সমাজকর্মী কর্ণ বিশ্বাস কেডি, বিদ্যালয়ের শিক্ষক অরুণ সানা সহ অন্যান্য শিক্ষকমণ্ডলী।
অনুষ্ঠান শেষে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। ডা. সুব্রত ঘোষ বলেন, শেখ হাসিনাই বাংলাদেশ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে দিয়েছেন লাল-সবুজের স্বাধীন পতাকা আর তাঁরই সুযোগ্য কন্যার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার এক উজ্জ্বল দৃষ্টান্ত। আসুন সবাই মিলে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা করি।