প্রধানমন্ত্রীর জন্মদিনে রাজশাহী জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা সহ গৃহীত সকল কর্মসূচি পালিত

724

Published on সেপ্টেম্বর 28, 2022
  • Details Image

অদ্য রাজশাহী জেলা আওয়ামী লীগের আয়োজনে রাজশাহী জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার চিকিৎসা জনিত ছুটতে থাকায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আমানুল হাসান দুদু'র সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব মোঃ আব্দুল ওয়াদুদ দারা'র পরিচালনায় জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা'র ৭৫তম শুভ জন্মবার্ষিকী তথা ৭৬তম শুভ জন্মদিন উপলক্ষে সকাল ১০.০০টায় গৃহীত সকল কর্মসূচি রাজশাহী জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগের জেলা এবং উপজেলা সহ সর্বস্তরের সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ নেতা-কর্মী ও সমর্থকবৃন্দের উপস্থিতিতে যথাযথ উৎসাহ উদ্দীপনার সাথে পালিত হয়।

অদ্যকার শুভ আয়োজনে সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আলফোর রহমান।

উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে থেকে বক্তৃতা রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম. মিজানুর রহমান রানা, জেলা যুব মহিলা লীগের সভাপতি নার্গিস শেলী, জেলা কৃষক লীগের আহবায়ক অধ্যক্ষ মোঃ তাজবুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকদ্বয় আলহাজ্ব মোঃ আয়েন উদ্দিন এমপি এবং আলহাজ্ব এ্যাড. মোঃ লায়েব উদ্দিন লাভলু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতিমন্ডলী আলহাজ্ব মোঃ জাকিরুল ইসলাম সান্টু, অধ্যক্ষ এস.এম. একরামুল হক এবং এ্যাড. মোঃ ইব্রাহিম হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপিকা জিন্নাতুন নেসা তালুকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি জননেতা আলহাজ্ব মোঃ আব্দুল ওয়াদুদ দারা এবং জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অর্থাৎ অদ্যকার আয়োজনের সভাপতি মোঃ আমানুল হাসান দুদু।

বাংলাদেশ আওয়ামী লীগের সর্বজন শ্রদ্ধেয় সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা'র জন্য স্রষ্টার দরবারে দীর্ঘায়ু কামনায় দোয়া পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ রেজওয়ানুল হক পিনু মোল্লা।

উল্লেখ্য, জেলাধীন সকল উপজেলার সকল সাংগঠনিক স্তরে আওয়ামী লীগের সকল নেতা-কর্মী-সমর্থকবৃন্দ এবং আওয়ামী লীগের সকল সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনের নেতৃবৃন্দ সহযোগে জননেত্রী শেখ হাসিনা'র শুভ জন্মদিন পালিত হয়।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত