বাগমারায় শারদীয় দূর্গোৎসবে হিন্দু সম্প্রদায়ের মহিলাদের মাঝে শাড়ি উপহার প্রদান

1511

Published on সেপ্টেম্বর 28, 2022
  • Details Image

রাজশাহীর-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক হিন্দু সম্প্রদায়ের মহিলাদের মাঝে দূর্গোৎসবের উপহার হিসেবে শাড়ি কাপড় বিতরণ করেছেন।

মঙ্গলবার সকালে সালেহা-ইমারত কোল্ড স্টোরেজ প্রাঙ্গণে উপজেলার হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ শারদীয় দূর্গাপূজা উপলক্ষে পূজার উপহার প্রদান করা হয়। এসময় তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের অনেক লোকজন আছে যারা পূজো এলে একটা নতুন শাড়ী কিনতে পারে না। আবার লোক লজ্জার ভয়ে কারো কাছে চাইতেও পারে না। এই উপহার শুধু উপহারই নয়। এই উপহার হচ্ছে সবার সাথে সুখ-দুঃখ ভাগাভাগি করে নেয়া।

এদিকে হিন্দু সম্প্রদায়ের সবাই যেন সুন্দর ভাবে দূর্গোৎসব পালন করতে পারে সে লক্ষ্যে প্রায় ৫ হাজার নারী-পুরুষের মাঝে পূজার উপহার বিতরণ করেন এমপি এনামুল হক।

এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা-৪ আসনের সংসদ সদস্য ও সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, আফতাব উদ্দীন আবুল, সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, কার্যকরী কমিটির সদস্য হাচেন আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, যুব মহিলা লীহের সভাপতি শাহিনুর খাতুন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার সিংহ প্রমুখ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত