বরগুনা জেলার বামনা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

546

Published on সেপ্টেম্বর 27, 2022
  • Details Image

যারা লাশের রাজনীতি করতে চায়, লাশ ফেলে তারা বাংলাদেশে ভিন্ন পরিস্থিতি সৃষ্টি করতে চায়, আমরা বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে সকল অপশক্তিকে পরাজিত করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখবো। এই বাংলাদেশে যারা সন্ত্রাসের আশ্রয় দিয়েছে, মৌলবাদের আশ্রয় দিয়ে যারা হত্যা ও খুনের মদদ দিয়েছে তাদেরকে শেখ হাসিনার নেতৃত্বে আর কখনো বাংলাদেশে এমন পরিস্থিতি সৃষ্টি করতে দেওয়া হবেনা। বরগুনার বামনা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও অনুষ্ঠানে প্রধান অতিথি মো. আফজাল হোসেন সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে এ বক্তব্য দেন।

তিনি আরও বলেন, আমাদের মুক্তিযুদ্ধের ধারার যে বাংলাদেশ এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ধারার বাংলাদেশে দীর্ঘদিন পরে আমরা ফিরে এসেছি,সেই বাংলাদেশকে আমরা হারাতে পারিনা। সুতরাং আওয়ামী লীগের নেতাকর্মীরা সবাই একাট্টা হয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বিএনপি’র সকল অপচেষ্টা ও নৈরাজ্য প্রতিহত করে আমরা আগামী দিনে যে নির্বাচন সে নির্বাচনে আমাদের সংগঠনকে শক্তিশালী করে শেখ হাসিনাকে আমরা আবারও দেশ পরিচালনা করা সুযোগ দিবো ।

সোমবার বিকাল সাড়ে ৫ টায় বামনা সরকারি সারওয়ারজান পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ এর ত্রি-বার্ষিক সম্মেলন এর উদ্বোধন করেন বরগুনা জেলা আওয়ামী লীগ সভাপতি বরগুনা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন, সংরক্ষিত নারী আসন ৩১৫ সংসদ সদস্য নাদিরা সুলতানা, যুবলীগ কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সুভাষ চন্দ্র হাওলাদার। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির।

বামনা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হওয়ায় ব্যাপক উৎসাহ উদ্দিপনা ছিলো সকল নেতাকর্মীদের মধ্যে। সম্মেলন স্থলে নতুন ও পুরাতন পদপ্রত্যাশি নেতাদের মিছিলে মিছিলে মখুরিত ছিলো।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত