626
Published on সেপ্টেম্বর 27, 2022বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে। এতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুস সাত্তার। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চোচুমং মার্মা।
সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন শুরু হয়।
সম্মেলনের অধিবেশনে সভাপতিত্ব করেন, স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আব্দুস সাত্তার।
সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব চোচুমং মার্মার সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন, বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাদেক হোসেন চৌধুরী।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়ের মোহাম্মদ ইসলাম বেবী।
প্রধান বক্তা ছিলেন বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সিং থোয়াই অং।
বিশেষ অতিথি ছিলেন, বান্দরবান জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বান্দরবান জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর, সাংগঠনিক সম্পাদক চৌধুরী প্রকাশ বড়ুয়া, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ, বান্দরবান জেলা পরিষদের সদস্য ক্যানুওয়ান চাক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বান্দরবান জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মংহ্লাওয়াই মার্মা, দোছড়ি ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান প্রমুখ।