556
Published on সেপ্টেম্বর 26, 2022মাদারীপুরে জেলা স্বেচ্ছাসেবক লীগকে সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের পৌর কমিউনিটি সেন্টারে মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিরাজ হোসেন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে ও সম্মানিত অতিথি ছিলেন মাদারীপুর পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হোসেন ইয়াদ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটি সহ সভাপতি আবদুল আলীম বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল।
সভায় নেতৃবৃন্দরা বলেন, সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে স্বেচ্ছাসেবক লীগকে সাংগঠনিক ভাবে শক্তিশালী ও সুসংগঠিত করার জন্য সংগঠনের ইউনিয়ন পর্যায়সহ সকল ইউনিটের কমিটিগুলো দ্রুত গঠন করা হবে।