দিনাজপুর সদরের চেহেলগাজী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

727

Published on সেপ্টেম্বর 25, 2022
  • Details Image

দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর শনিবার চেহেলগাজী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

উদ্বোধক ছিলেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ইমদাদ সরকার ও প্রধান বক্তা ছিলেন ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ মমিনুল ইসলাম।

সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রায়হান শরীফ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ কাশেম আলীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে সম্মেলনের প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জোসনা, জেলা আওয়ামী লীগ নেতা আজগার আলী, শহর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ জহুরুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মাতলুবুল মামুন, সাংগঠনিক সম্পাদক মানিক রঞ্জন বসাক, প্রচার সম্পাদক মোঃ আশরাফুল আলম প্রমুখ। এ ছাড়া সদর উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এর আগে সকালে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। দ্বিতীয় অধিবেশনে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে বিজয়ী হন জর্জিস সোহেল ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন পুনরায় মোঃ কাশেম আলী।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত