729
Published on সেপ্টেম্বর 20, 2022টাঙ্গাইলের সদর উপজেলার করটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৯ সেপ্টেম্বর) বিকালে এইচ এম ইনিস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলন উদ্বোধন করেন সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল ইসলাম। জাতীয় সংগীত, জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্ভোধন করা হয়।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল -৫ (সদর) আসনের এমপি ছানোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামছুল হক,ক্রিয়া সম্পাদক মঈনুল হোসেন রিন্টু।
প্রধান বক্তা ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মাজেদুল আলম নাঈম'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর সিকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনছারী,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু সুভাষ সাহা, জামিলুর রহমান মিরন, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক বদিউজ্জামাল ফারুক, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম,সদস্য অ্যাডভোকেট আব্দুর রহিম, জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক,সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীন,করটিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান চৌধুরী মজনু প্রমুখ।সভাপতি হিসেবে ৩ জন ও সাধারণ সম্পাদক হিসেবে ৩ জন প্রতিদ্বন্ধীতা করেন। জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সমন্বয়ে গঠিত কমিটি আগামি তিন দিনের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকের নামসহ নতুন কমিটি ঘোষণা করা হবে।