889
Published on সেপ্টেম্বর 18, 2022চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আওতাধীন ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৬নং চকবাজার আওয়ামী লীগের আয়োজনে আনিকা কমিউনিটি সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দীন চৌধুরী এবং উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন।
কাউন্সিলরদের সরাসরি ভোটের মাধ্যমে ১৬নং চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন হয়ে সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। সভাপতি প্রার্থী ছিল মোট চারজন মোজাহের ইসলাম চৌধুরি, আমিনুল ইসলাম রঞ্জু, মুজিবুর রহমান ও আব্দুল খালেক এবং সাধারন সম্পাদক পদপ্রার্থী দুইজন এডভোকেট সাহেদুল আজম শাকিল এবং এডভোকেট নোমান। তাদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে মোজাহের ইসলাম চৌধুরি সভাপতি এবং এডভোকেট সাহেদুল আজম শাকিল সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাহেরুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন- চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, সহ সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ,শফিক আদনান, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, তথ্য ও গ্রন্থনা সম্পাদক বাবু চন্দন ধর বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী এবং চকবাজার থানার সভাপতি সাহাব উদ্দীন আহমেদ প্রমুখ।