546
Published on সেপ্টেম্বর 18, 2022ভোলা জেলায় আজ বিএনপি ও তার দোসরদের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। রোববার বেলা ১২ টায় শহরের বাংলা স্কুল মোড় দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে একইস্থানে সমাবেশে মিলিত হয়। সমাবেশে থেকে সব ধরণের সন্ত্রাসী কর্মকান্ডের বিরেুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার কথা বলা হয়।
এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ প্রমূখ।