নরসিংদী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

793

Published on সেপ্টেম্বর 18, 2022
  • Details Image
শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী মুছলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত এ সম্মেলনে ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশে বিদেশে বিএনপি স্বীকৃত সন্ত্রাসী দল। বিএনপির রাজনীতি আগুন সন্ত্রাসীর রাজনীতি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যার মাস্টারমাইন্ড। আপনারা বিএনপির অপ্রচারে বিভ্রন্ত হবেন না, শেখ হাসিনার প্রতি আস্থা রাখুন। শেখ হাসিনার বিজয় হবে। 
 
ওবায়দুল কাদের আরো বলেন, বাংলাদেশকে বাচাঁতে হলে আওয়ামী লীগকে বাচাঁতে হবে। বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে হলে আওয়ামী লীগকে বাচাঁতে হবে। সারা বিশ্ব যখন সংকটের মধ্যে কাটছে ঠিক সেই সময় এদেশ সামাল দিচ্ছেন শেখ হাসিনা। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব সভাপতিত্বে  ত্রি-বার্ষিকী সম্মেলন উদ্ভোধন করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি।  
 
এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এড. কামরুল ইসলাম এমপি, শিল্পমন্ত্রী এড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি, সাবেক মন্ত্রী রাজি উদ্দিন আহমেদ রাজু এমপি, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এড. মৃণাল কান্তি দাস এমপি, সাবেক প্রতিমন্ত্রী লে. কর্ণেল (অবঃ) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু এমপি, জহিরুল হক ভূইঁয়া মোহন এমপি,  আনোয়ারুল আশরাফ খান দিলীপ এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এড. এবিএম রিয়াজুল কবীর কাওছার, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, সংক্ষিত মহিলা এমপি তামান্না নুসরাত বুবলী কেন্দ্রী আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, জেলা পরিষদের প্রশাসক আব্দুল মতিন ভুইঁয়া, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপত সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী।
 
সম্মেলন শেষে সন্ধ্যায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি আগামী ৩ বছরের জন্য জিএম তালেব হোসেনকে সভাপতি এবং পীরজাদা কাজী মোহাম্মদ আলীকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেন।

 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত