বগুড়া জেলা আওয়ামী লীগ এর যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত

1440

Published on সেপ্টেম্বর 14, 2022
  • Details Image

বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু বলেছেন দল মতের ঊর্ধ্বে থেকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করে বগুড়ার উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে হবে। বিএনপি জামাত অপপ্রচার -গুজব ছড়িয়ে দেশের জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বৈশ্বিক মহামারী, প্রাকৃতিক দুর্যোগসহ দেশের যেকো ক্রান্তিকালেই বিএনপি জনগণের পাশে ছিল না। শেখ হাসিনার সরকার সব সময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

বিএনপি-জামাত দেশের চলমান উন্নয়নকে কোনভাবেই বাধাগ্রস্ত কেউ করতে পারবে না। দেশের মানুষ এই দুর্নীতিবাজদের সঙ্গে নাই । দেশের মানুষ আওয়ামী লীগ সরকারের সাথে আছে, ভবিষ্যতেও থাকবে।

তিনি আজ সকাল ১১টায় বগুড়া জেলা আওয়ামী লীগ এর যৌথ বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে এইসব কথা বলেছেন। 

সভায় বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।

আরও বক্তব্য রাখেন ডা: মকবুল হোসেন অ্যাডভোকেট আব্দুল মতিন প্রদীপ কুমার রায়, এ কে এম আসাদুর রহমান দুলু, সাগর কুমার রায়, অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, অধ্যক্ষ শাহাদাত আলম ঝুনু,  অ্যাডভোকেট তবিবুর রহমান তবি, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, শাহ মুহাম্মদ আখতারুজ্জামান ডিউক, আব্দুল খালেক বাবলু, সুলতান মাহমুদ খান রনি, আব্দুল্লাহ আল রাজী জুয়েল, শিরিন আনোয়ার জার্জিস, অ্যাডভোকেট শফিকুল ইসলাম আক্কাস, নাসরিন রহমান সীমা, বীর মুক্তিযোদ্ধা আনিসুজ্জামান মিন্টু, মাশরাফি হিরো, আনোয়ার পারভেজ রুবন,  এস এম রুহুল মমিন তারিক, এস এম শাহজাহান, জহুরুল হক বুলবুল, খালেকুজ্জামান রাজা, আবু সেলিম, অ্যাডভোকেট নরেশ মুখার্জি, অধ্যক্ষ শহিদুল ইসলাম দুলু, অ্যাডভোকেট শফিকুল ইসলাম নাফরু, তৌহিদুল করিম কল্লোল, সাইফুল ইসলাম বুলবুল,হেলাল উদ্দিন কবিরাজ, আবু সুফিয়ান শফিক, সিরাজুল ইসলাম রাজু, অ্যাডভোকেট গোলাম ফারুক, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু, মোস্তাফিজুর রহমান মোস্তা, মোস্তফা আব্দুর রাজ্জাক মিলু, আমিনুল ইসলাম, সোহরাব হোসেন সানু, আলমগীর হোসেন স্বপন, কামরুল হুদা উজ্জ্বল, গৌতম কুমার দাস,তৌহিদুর রহমান মানিক, মাহফুজুল ইসলাম রাজ, তালেবুল ইসলাম তালেব, আব্দুল মালেক, আব্দুল মান্নান, সুলতান মাহমুদ, এমদাদুল হক, ফয়সাল খান জনি,আলমগীর বাদশা,সাজেদুর রহমান শাহিন, মনজুরুল হক মঞ্জু,  অ্যাডভোকেট লাইজিন আরা লিনা, ডালিয়া নাসরিন রিক্তা,  রাশিকুজ্জামান রাজন, সাব্বির রহমান প্রমূখ।

বর্ধিত সভায় জেলা পরিষদ নির্বাচনে জেলা থেকে টিম গঠন এবং প্রতি উপজেলায় নির্বাচনী সভা করার সিদ্ধান্তসহ সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির জন্য বিভিন্ন উপযোগী কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত