879
Published on সেপ্টেম্বর 14, 2022রাজশাহী জেলা আওয়ামী লীগ ও রাজশাহী মহানগর আওয়ামী লীগ আয়োজিত যৌথসভা অদ্য বিকাল ৪.০০ ঘটিকায় আসন্ন রাজশাহী জেলা পরিষদ-২০২২'এর নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা মীর ইকবাল'কে জয়যুক্ত করার লক্ষে নগরীর কুমারপাড়াস্থ রাজশাহী মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতিমন্ডলীর সদস্য রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য বেগম আখতার জাহান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা মোহাম্মদ আলী কামাল এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি জননেতা আলহাজ্ব মোঃ আব্দুল ওয়াদুদ দারা। উক্ত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা অনিল কুমার সরকার। যৌথ সভায় সঞ্চালনা করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা মোঃ ডাবলু সরকার।
উক্ত যৌথ সাংগঠনিক সভায় রাজশাহী জেলা আওয়ামী লীগ এবং রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের নেতৃবৃন্দ উপস্থিত থেকে এবিষয়ে মূল্যবান অনেক প্রস্তাবনা সহ বক্তৃতা দান করেন।
সর্বশেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ তনয়া শেখ রেহানা'র জন্মদিন উপলক্ষে তাঁর দীর্ঘায়ু কামনায় এবং মহান জাতীয় সংসদের উপনেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া/প্রার্থনা করা হয়। দোয়া পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ রেজওয়ানুল হক পিনু মোল্লা।