616
Published on সেপ্টেম্বর 13, 2022রাজশাহীর বাগমারা উপজেলা মহিলা লীগ ও যুব মহিলা লীগের মাঝে সিএনজি গাড়ি উপহার দিয়েছেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
১১ সেপ্টেম্বর রোববার সকাল ১০ টায় বাগমারায় সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে এ উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।
বক্তব্যে তিনি বলোন, আসন্ন জাতীয় নির্বাচনে নৌকার বিজয়ে নারী-পুরুষ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নৌকার বিজয় না হওয়া পর্যন্ত সবাইকে নির্বাচনের মাঠে কাজ করতে করে যেতে হবে। পুরুষের পাশাপাশি নারী ভোটারদের গুরুত্ব অনেক। তাই মহিলা সংগঠনকে আরো শক্তিশালী করতে মহিলা লীগের মতো যুব মহিলা লীগকে প্রাইভেট সিএনজি প্রদান করা হলো।
এখন থেকে সিএনজি ব্যবহার করে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় ভোটাদের বাড়ি বাড়ি চলাচল করতে পারবে। সিএনজির কারণে উপজেলা মহিলা লীগ ও যুব মহিলা লীগ আরো শক্তিশালী অবস্থানে নিজেদের দাঁড় করাতে পারবে। যুব মহিলা লীগের সাংগঠনিক কার্যক্রম আরো বেগবান হবে।
উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানুর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি প্রভাষক শাহিনুর খাতুন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ মাহমুদুর রহমান রেজা, চেয়ারম্যান আলমগীর সরকার, রফিকুল ইসলাম, কাউন্সিলর হাচেন আলী, মহিলা লীগের সাধারণ সম্পাদক জাহানারা বেগম, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক পারভীন আক্তার প্রমুখ।
মতবিনিময় শেষে মহিলা লীগ ও যুব মহিলা লীগ নেতৃবৃন্দের হাতে সিএনজির চাবি তুলে দেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।