নওগাঁর নিয়ামতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

671

Published on সেপ্টেম্বর 9, 2022
  • Details Image
তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা আছে বলেই, আমাদের নেতৃত্ব আছে। আর তাই তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের আমি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। সর্বপ্রথম তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের মূল্যায়ন করতে হবে। 
 
শুক্রবার ৯ সেপ্টেম্বর বেলা ১০টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে নওগাঁর নিয়ামতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে খাদ্যমন্ত্রী, নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
 
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ওমর ফারুক সুমন।
 
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক হুমায়ন কবিরের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি ম. আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক ভিপি শাহ জালাল মুকুল, ডিজিটাল আর্কাইডও পাঠাগার বিষয়ক সম্পাদক প্রিন্সিপাল এম এ হান্নান, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ,  সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব।
 
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শাহজামালের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আলহাজ¦ আবেদ হোসেন মিলন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাদিরা বেগম, সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যান মোতালেব হোসেন বাবরসহ প্রমুখ।
 
সম্মেলনে হুমায়ন কবিরকে সভাপতি, রায়হান কবির রাজুকে সাধারণ সম্পাদক, জুয়েল রানাকে সহ-সভাপতি ও শাহজামালকে যুগ্ম সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত