দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে ময়মনসিংহের ত্রিশালে আওয়ামী লীগের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

547

Published on সেপ্টেম্বর 8, 2022
  • Details Image

দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে ময়মনসিংহের ত্রিশালে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ। গত মঙ্গলবার বিকেলে ত্রিশাল সরকারি নজরুল একাডেমি মাঠে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

সহিংসতা সৃষ্টিকারীদের জবাব রাজপথেই দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের নেতাকর্মীরা। উন্নয়নকে বাধাগ্রস্ত করে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যেতেই বিএনপি পরিকল্পিতভাবে সহিংসতা করছে বলেও অভিযোগ করেন নেতারা।

এর আগে সহিংসতাবিরোধী স্লোগানে স্লোগানে শুরু হয় আওয়ামী লীগের মিছিল। দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ রোড হয়ে নজরুল একাডেমি মাঠে গিয়ে শেষ হয় নৈরাজ্যবিরোধী বিক্ষোভ। এতে অংশ নেন যুবলীগ, ছাত্রলীগ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবুল কালাম শামসুদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস , ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ আলী আকন্দ, ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছূজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা,উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম সরকার জুয়েল প্রমুখ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত