874
Published on সেপ্টেম্বর 7, 2022উৎসবমুখর আমেজে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজারের চকরিয়া পৌরসভা শাখার বহুল প্রতিক্ষিত ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল। রোববার ৪ সেপ্টেম্বর চকরিয়া পৌরসভার পুকপুকুরিয়াস্থ এটিএম পার্ক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম।
চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তাফা। বিশেষ অতিথির বক্তব্য দেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহসভাপতি আজিজুর রহমান, রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রনজিত দাশ, সাংগঠনিক সম্পাদক মাহাবুবর রহমান মাবু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লায়ন কমরউদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সদস্য এটিএম জিয়াউদ্দিন চৌধুরী জিয়া, আমিনুর রশিদ দুলাল, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী, চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ওয়ালিদ মিল্টন। এছাড়াও সম্মেলনে কক্সবাজার জেলা, চকরিয়া উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ ও কাউন্সিলর (ডেলিগেট) উপস্থিত ছিলেন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশন চকরিয়া আবাসিক মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে চকরিয়া পৌরসভার অধীন ৯টি তথা প্রতিটি ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি থেকে ১৯ জন করে ১৭১ জন, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের কার্যকরি কমিটির সদস্য ৬৯ জন ও কো-অপশন সদস্য ১৯জন মিলিয়ে মোট ২৫৯ জন কাউন্সিলর (ডেলিগেট) নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনে সরাসরি ভোটে অংশগ্রহণ করেন। বিকাল সাড়ে পাঁচটার দিকে ভোট গ্রহণ শেষে কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান ফলাফল ঘোষনা করেন। এতে কাউন্সিলরদের ভোটে বর্তমান সভাপতি জাহেদুল ইসলাম লিটু পুনরায় সভাপতি ও লায়ন আলমগীর চৌধুরী নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সম্মেলনে সভাপতি পদে প্রার্থী ছিলেন তিনজন। তাঁরা হলেন বর্তমান কমিটির সভাপতি জাহেদুল ইসলাম লিটু (দেওয়াল ঘড়ি), সাবেক ছাত্রনেতা ও তরুন আইনজীবি এডভোকেট ফয়জুল কবির (দোয়াত কলম), প্রবীণ আওয়ামী লীগ নেতা নুরুল আবচার (ছাতা)। অপরদিকে সাধারণ সম্পাদক পদে ছিলেন বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আতিক উদ্দিন চৌধুরী (ফুটবল), চকরিয়া পৌরসভার প্যানেল মেয়র মুজিবুল হক মুজিব (হরিণ) ও সাবেক ছাত্রনেতা লায়ন মোহাম্মদ আলমগীর চৌধুরী (গোলাপ ফুল)।