মাগুরা জেলা ছাত্রলীগের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

907

Published on আগস্ট 31, 2022
  • Details Image

শোকাবহ আগস্ট ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মাগুরায় আজ বুধবার (৩১ আগস্ট) সকাল ১১টায় সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম এমপি।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ শাহরিয়ার আলম বলেন, ছাত্রলীগকে টার্গেট করেছে বিএনপি জামায়াত ছাত্র শিবির। এমন কি কিছু দৈনিক পত্রিকা ও অনলাইন। তারা ছাত্রলীগকে নানা ভাবে হেয়প্রতিপন্ন করছে। ছাত্রলীগের ভাবমূর্তি নষ্ট হয় এমন ভিত্তিহীন নিউজ প্রচার করছে। বিএনপির রাজনীতি এখন ইউটিউব ফেসবুকে বন্দি। তারেক জিয়া লন্ডনে বসে আর একটা হাওয়া ভবন বানানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু বিএনপির সিনিয়র নেতারা তারেক জিয়ার এহেন কার্যকলাপে নিজেরাই অসন্তুষ্ট। তারা তারেক জিয়ার লুটপাটের দায়ভার নিতে নারাজ। আমি মির্জা ফখরুল সাহেবের কাছে জানতে চায় আপনাদের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবে সেটা আগে ঠিক করুন?

মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডডোকেট সাইফুজ্জামান শিখর, বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি আফম আবদুল ফাত্তাহ, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক পঙ্কজ কুন্ডু, আওয়ামী লীগের সিনিয়র নেতা বীর মুক্তিযোদ্ধা মুন্সী রেজাউল হক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হামিদুর ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা এ্যাড. শাখারুল ইসলাম শাকিল, অ্যাডভোকেট রাশেদ মাহমুদ শাহিন, মুস্তাফিজুর রহমান স্বপন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মকবুল হোসেন মাকুল, সদর উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম প্রমুখ। এ ছাড়াও আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত