1452
Published on আগস্ট 31, 2022জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্ট নিহত সকল শহীদের স্বরণে নরসিংদী জেলা ছাত্রলীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে নরসিংদী জেলা ছাত্র লীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন এর সভাপতিত্বে এবং শাহজালাল আহম্মেদ শাওন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী রাজুউদ্দিন আহমেদ রাজু এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ সদস্য লে.কর্ণেল অব: মোহাম্মদ নজরুল ইসলাম হীরু বীরপ্রতীক এমপি।
এসময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলার চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূইয়া,শিবপুর উপজেলার চেয়ারম্যান হারুন-অর-রশীদ, মাধবদী পৌরসভার মেয়র মোশাররফ হোসেন মানিক প্রধান, কৃষক লীগ নেতা আমিরুল ইসলাম ভূইয়া, কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপ-কমিটির অন্যতম সদস্য প্রভাত সূএধর,রায়পুরা পৌরসভা মেয়র জামাল মোল্লা,মনোহরদী পৌরসভার মেয়র সুজন,জেলা শ্রমিক লীগের আহবায়ক রিপন সরকার, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা সাবেক সাংগঠনি সম্পাদক দারুস সালাম সাকিল,চরমধুয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা হাবিব সিকদার, মোঃ জোনায়েদ খাঁন, আমজাদ হোসাইন,মওদুদ আহমেদ তপুসহ জেলা ও উপজেলা আওয়ামীলী এবং ছাত্র লীগের নেতাকর্মীরা। এর আগে বিভিন্ন ইউনিটের ছাত্র লীগের নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হলে আলোচনা সভা জনসমুদ্রের পরিনত হয়।