কক্সবাজার জেলা যুবলীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

764

Published on আগস্ট 30, 2022
  • Details Image

শোকাবহ আগস্ট উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কক্সবাজার জেলা শাখার মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে, খতমে কোরআন, দোয়া মাহফিল, গণভোজ ও আলোচনা সভা ২৯ আগস্ট বিকেল ৪টায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমেদ বাহাদুর-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল-এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা বলেন, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে হত্যা করে ঘাতকরা মনে করেছিলো আমাদের স্বাধীনতা স্বার্বভৌমত্ব ধ্বংস করে দেবে, কিন্তু তাদের সে আশা পূরণ হয়নি। দেশের মানুষ বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে আজ উন্নত চূড়ায় নিয়ে যাওয়ার পদক্ষেপ বাস্তবায়ন করেছে। সভায় বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল সদস্যের আত্মার মাগফেরাত কামনা করে বলেন, এই শোককে শক্তিতে পরিণত করতে হবে। সারা বাংলাদেশে একাত্তরের পরাজিত অশক্তি, পঁচাত্তরের ঘাতক খুনি চক্র ও সাম্প্রদায়িক উগ্রবাদিরা সরকারের উন্নয়ন কর্মকান্ড বাধাগ্রস্ত করার জন্য দেশব্যাপী আন্দোলনের নামে নাশকতা সৃষ্টি করছে তা প্রতিহত করার জন্য যুব জাগরণের মধ্যে দিয়ে যুবলীগের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, প্রধান বক্তার বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত