নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

1018

Published on আগস্ট 30, 2022
  • Details Image

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ-সংগঠনের আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্রনাথ মজুমদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম এ আউয়াল। আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হাবিবুর রহমান মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক কানাই লাল বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক ও পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান খালেক, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, নাজিরপুর উপজেলা চেয়ারম্যান অমুল্য রঞ্জন হালদার, ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান মতিউর রহমান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হাসান, উপজেলা যুবলীগের সভাপতি খোকন কাজী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. তানভীর হাসান ডালিম প্রমুখ।\

প্রায় ১৭হাজার নেতাকর্মী শোক সভায় উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথির বক্তব্যে পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম আউয়াল বলেছেন, শেখ হাসিনা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। শেখ হাসিনার কারণে দক্ষিণাঞ্জলের মানুষের স্বপ্নের সেতু পদ্মা সেতু বাস্তবায়ন সম্ভব হয়েছে। একটি কুচক্রীমহল বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশ কে ধ্বংস করতে চেয়েছিল কিন্তু তা পারে নাই। 

পরে ’৭৫ এর ১৫ আগস্ট ও জোট সরকারের আমলে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত