চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী "সম্পর্কের সূত্র" উদ্বোধন ও জেয়াফত অনুষ্ঠিত

522

Published on আগস্ট 28, 2022
  • Details Image

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনের উপর নির্মিত আলোকচিত্র প্রদর্শনী "সম্পর্কের সূত্র" উদ্বোধন ও জেয়াফত অনুষ্ঠান আজ ২৭ আগস্ট ২০২২ তারিখ সকাল ১১ টায় নগরীর আগ্রাবাদ কনভেনশন হলে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন।

সম্মানিত বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সহ সভাপতি অ্যাড. ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ সহ সভাপতি ফারুক আমজাদ খান, ডঃ মোঃ জমির উদ্দিন সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আজিম, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, পাট ও বস্র বিষয়ক সম্পাদক আশীষ কুমার সিংহ,পানি সম্পদ বিষয়ক সম্পাদক রাহুল বড়ুয়া, উপ প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক ডাঃ উম্মে সালমা মুনমুন, উপ পাট ও বস্র বিষয়ক সম্পাদক তারেক মাহমুদ চৌধুরী পাপ্পু, কার্যনির্বাহী সদস্য একেএম আজগর আলী, বোখারী আজম, জাতীয় পরিষদ সদস্য হানিফ চৌধুরী, সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেবাশীষ নাথ দেবু, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, আরও বক্তব্য রাখেন সহ সভাপতি হেলাল উদ্দিন, আবুল হাসনাত মোঃ বেলাল, অ্যাড. তসলিম উদ্দিন, মনোয়ার জাহান মনি, আজাদ খান অভি। আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত