833
Published on আগস্ট 18, 2022জাতীয় শোক দিবস উপলক্ষে কালিয়াকৈর উপজেলার মোট ২৩৫টি গ্রাম ও পৌরসভার ২৯টি মহল্লায় একযোগে আলোচনা সভা, শোক র্যালী এবং ১৫ই আগস্টে শহীদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন্নেছাসহ পরিবারের অন্যান্য শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি, আলহাজ্ব এড. আ.ক.ম মোজাম্মেল হক এমপির অর্থায়নে উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, সকল ইউনিয়ন, ওয়ার্ড, মহল্লা ও গ্রাম আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে ১৫ তারিখ সকাল থেকে স্বস্ব গ্রাম/মহল্লায় যথাযথ মর্যাদায় শোক দিবস পালিত হয়।
মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, কালিয়াকৈর উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও সফিপুর বণিক সমিতির গণভোজ, আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। শোকাবহ ১৫ আগস্টের শহীদদের স্মরণ করে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বঙ্গবন্ধুর জীবনীগ্রন্থ থেকে বিভিন্ন উদ্ধৃতি দিয়ে বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারলেই বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। তিনি বলেন, বঙ্গবন্ধু আজীবন শোষিত ও মুক্তিকামী মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন। তাই আজ তাঁর আদর্শ ও দর্শন শুধু আমাদের জন্য আধুনিক চিন্তাধারা তৈরির ক্ষেত্রে অমূল্য সম্পদে পরিণত হয়েছে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শুধু বাঙালির নেতা ছিলেন না। তিনি ছিলেন সারা বিশ্বের অবিসংবাদিত নেতা। যথাযথভাবে জাতীয় শোক দিবস পালন করায় সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিতের জন্য সকল নেতাকর্মীদের মাঠ পর্যায়ে কাজ করার জন্য অনুরোধ জানান।
কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোঃ মোশারফ হোসেন জয় জানান, মাননীয় নেতা আলহাজ্ব আ.ক.ম মোজাম্মেল হক এমপির নেতৃত্বে আমরা সর্বসময় মানুষের সেবার পাশাপাশি জাতীয় সকল কর্মসূচী যথাযথ পালন করি। তাঁর নেতৃত্বে কালিয়াকৈরের আওয়ামী লীগ এক ও ঐক্যবদ্ধ। প্রতি বছর প্রিয় নেতার অর্থায়নে প্রতি গ্রাম ও মহল্লায় ঈদ উপহার সামগ্রী বিতরণ, ক্লান্তিলগ্নে ত্রান সামগ্রী বিতরণ করে থাকি। জাতীয় শোক দিবস উপলক্ষে আমরা সকল ইউনিটের সাথে সমন্বয় রেখে, আ.ক.ম মোজাম্মেল হক সাহেবের অর্থায়নে একযোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন সিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোরাদ কবীর, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিকদার মোশারফ, পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোঃ মোশারফ হোসেন জয়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ প্রমুখ।