বঙ্গমাতার ৯২তম জন্মবার্ষিকীতে ছাত্রলীগের ৯২ টি সেলাই মেশিন বিতরণ

674

Published on আগস্ট 14, 2022
  • Details Image

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী স্মরণে ৯২ টি সেলাই মেশিন বিতরণ করেছে ছাত্রলীগ। শনিবার (১৩ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে বঙ্গবন্ধুর সহধর্মিণী, বাঙালির মুক্তির সংগ্রামের নেপথ্য সংগঠক, বাংলাদেশের ধারাবাহিক ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গমাতা স্মরণে বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে ৯২ জন আত্মপ্রত্যয়ী, কর্মোদ্যমী, সংগ্রামী নারীদের স্বাবলম্বী হয়ে ভাগ্য বদলে সহায়তা হিসেবে তাদের মাঝে ৯২ টি সেলাই মেশিন বিতরণ করা হয়।

উক্ত কর্মসূচিতে ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয়ে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ও বিজিএমইএ'র সাবেক সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) মারুফা আক্তার পপি। এছাড়া উক্ত কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ও উপস্থাপনায় ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ইমরান জমাদ্দার।

কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, ডাকসু ক্যাফেটেরিয়ায় কর্মরত চতুর্থ শ্রেণির কর্মচারী, স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার সেলাই মেশিন প্রশিক্ষণ প্রাপ্ত এতিম ছাত্রী, বিধবা নারী, টিএসসিতে কয়েক যুগ ধরে চা বিক্রেতাদের পরিবার এবং অন্যান্যদের মধ্য থেকে সেলাই মেশিন প্রশিক্ষণপ্রাপ্তদের বাছাই করে ৯২ জন নারীর মাঝে ৯২ টি সেলাই মেশিন তুলে দেয়া হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ইমরান জমাদ্দার বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ তার গৌরবোজ্জ্বল ঐতিহ্যের ধারাবাহিকতায় কাজ করে যাচ্ছে। বন্যা, ঘূর্নিঝড়সহ সকল প্রাকৃতিক দুর্যোগে দুর্বিপাকে, করোনা সংকট মোকাবিলা কিংবা যেকোনো সংকটকালীন মুহূর্তে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা সবার আগে দেশের মানুষের পাশে এসে দাঁড়ায়। দেশের মানুষের মাঝে বঙ্গমাতার ত্যাগ, দেশের বিভিন্ন সংকটকালীন মুহূর্তে বঙ্গবন্ধুর অবর্তমানে দলকে নেতৃত্ব দেয়া, সাহসিক ভূমিকা আমাদের স্মরণে রাখতে হবে। বঙ্গবন্ধুর ছায়াবৃক্ষ বঙ্গমাতার অবদানকে স্মরণে রেখে, তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আমরা আমাদের আজকের কর্মসূচি পালন করেছি। আমরা আশা রাখি, আমাদের উদ্দেশ্য সফল হবে, এই সংগ্রামী নারীদের ভাগ্য বদলে এই ছোট্ট উপহারটি অবদান রাখবে।’

Live TV

আপনার জন্য প্রস্তাবিত