আগস্ট মাসের প্রথম ১০ দিনে রেমিট্যান্স এসেছে পৌনে ৮ হাজার কোটি টাকা

874

Published on আগস্ট 12, 2022
  • Details Image

জুলাইয়ের ধারাবাহিকতায় চলতি বছরের আগস্টেও রেমিট্যান্সের পালে হাওয়া বইছে। প্রথম ১০ দিনে ৮১ কোটি ৩০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ৯৫ টাকা হিসেবে যার পরিমাণ বাংলাদেশী মুদ্রায় দাঁড়ায় ৭ হাজার ৭২৩ কোটি ৫০ লাখ টাকা। গত বছরের এ সময়ে তুলনায় রেমিট্যান্স বেড়েছে প্রায় ২০ দশমিক ৪ শতাংশ। বাংলাদেশ সূত্রে এ তথ্য জানা গিয়েছে।

আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাইয়ের পর আগস্টেও রেমিট্যান্স বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। গত জুলাই মাস থেকে গতকাল পর্যন্ত  ২৯১ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। এ মাসের প্রতিদিন গড়ে ৮ কোটি ১৩ লাখ ডলার দেশে এসেছে। গত বছরের আগস্টের এ সময়ে ৬৭ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। 

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২২-২৩ অর্থবছরের ১ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত (১ মাস ১০ দিনে) ২৯১ কোটি ডলার দেশে এসেছে, যা গত বছরের একই সময়ের চেয়ে ১৪দশমিক ৩ শতাংশ বেশি। ২০২২-২৩ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রায় ২০৯ কোটি ৬৯ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা, যা ছিল গত ১৪ মাসের মধ্যে সবচেয়ে বেশি। আর গত বছরের জুলাই মাসের চেয়ে ১২ শতাংশ বেশি।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত