683
Published on আগস্ট 6, 2022জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান পালিত হয়।
জেলা আওয়ামী লীগ এর সভাপতি জনাব আলহাজ্ব সরদার মোঃ শাহ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব এডভোকেট খান সাইফুল্লাহ পনির।
আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব নুরুল আমিন খান সুরুজ, বাবু তরুণ কর্মকার, সদর উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক জনাব হাফিজ আল মাহমুদ, পৌর আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক জনাব মাহবুব হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধু।
আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জনাব প্রিন্সিপাল আব্দুর রশীদ।