595
Published on আগস্ট 1, 2022১৯৭৫ সালের ১৫ আগস্ট দিনের প্রথম সূর্যরশ্মি ধানমন্ডি লেকের পানিকে উজ্জ্বল করার আগেই কাক ডাকা ভোরে ঘাতকের নির্মম বুলেটে স্বপরিবারে নিহত হন বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
শোকাবহ আগস্টের প্রথম প্রহরে ‘৩১ জুলাই ২০২২, দিবাগত রাত ১২.০১ মিনিটে’ সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু'র নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের স্মরণে ধানমন্ডি ৩২ নম্বরস্থ ঐতিহাসিক বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর অভিমূখে আলোর মিছিল করে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
আলোর মিছিলটি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্বলন ও এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শহীদদের স্মরণে শোকাবহ আগস্টের মাসব্যাপী কর্মসূচি শুরু করেছে স্বেচ্ছাসেবক লীগ।
এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর দক্ষিণ এর বিপুল সংখ্যক নেতাকর্মী।
সারা বাংলাদেশে স্বেচ্ছাসেবক লীগ একই সময়ে অনুরুপ কর্মসূচি পালন করেছে।