কক্সবাজারের টেকনাফ পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত

638

Published on জুলাই 26, 2022
  • Details Image

কক্সবাজারের টেকনাফ পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ জুলাই) বিকাল ৩টায় টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহদুরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সম্মেলন উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাস্টার জাহেদ হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মেয়র, বিশেষ অতিথির বক্তব্য রাখেন

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি (উখিয়া-টেকনাফ) সাংগঠনিক টিমের প্রধাম রাজা শাহ আলম চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড: রঞ্জিত দাস, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সাংসদ ও সাংগঠনিক টিমের সদস্য আব্দুর রহমান বদি, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিক মিয়া, কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক এইচ এম ইউনুছ বাঙ্গালি।

প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশর,বিশেষ বক্তার বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগ সদস্য সোনা আলী, বদরুল হাসান মিল্কী, মিজানুর রহমান, রশিদ মিয়া।

এসময় কক্সবাজার জেলা আওয়ামী লীগ,টেকনাফ উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, পৌর যুবলীগ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, পৌর শ্রমিকলীগসহ অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে বিনা প্রতিদ্ধন্ধিতায় পৌর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন আব্দুর রহমান বদি ও বিনা প্রতিদ্ধন্ধিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোহাম্মদ আলম বাহাদুর।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত