ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

750

Published on জুলাই 26, 2022
  • Details Image

রাজধানীর তুরাগের কামারপাড়া স্কুলের মাঠে তুরাগ থানা এবং তার অধিনে ডিএনসিসির ৩টি ওয়ার্ডে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ জুলাই) বেলা ৩টার টার দিকে তুরাগ থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ৫৩নং ওয়ার্ড কাউন্সিলর নাছির উদ্দীনের সভাপতিত্বে ও তুরাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডি হালিমের পরিচালনায় সম্মেলনটির উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম)।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান এমপি। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যকরী সদস্য মহিবুল হাসান প্রমুখ।

এ সময় হাজার হাজার নেতাকর্মীরা মাথায় পতাকা লাগিয়ে এবং জয় বাংলা' স্লোগানে মুখরিত করে তোলে তুরাগ এলাকা। ব্যান্ড পার্টি নিয়ে হাজার হাজর নেতাকর্মী নাচ-গান করে প্রার্থীতা জানান দিয়ে সম্মেলন কেন্দ্রে উপস্থিত হতে দেখা গেছে। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলনসহ পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতকার্মীরা।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) বলেন, আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল। উপমহাদেশের অন্যতম প্রাচীন দল। আওয়ামী লীগ কখনো চোরাপথ বা অন্ধকার পথ দিয়ে ক্ষমতায় আসেনি। আওয়ামী লীগ জনগণের দল। জনগণকে সঙ্গে নিয়ে দেশ স্বাধীন করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া দল আওয়ামী লীগ। গত ১৩ বছরে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ব্যাপক উন্নয়ন দৃশ্যমান হয়েছে।

প্রধান অতিথি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তখন আওয়ামী লীগের বিরুদ্ধে নানা মিথ্যাচার ও ষড়যন্ত্র করছে একটি কুচক্রি মহল। দেশের উন্নয়ন থামাতে পারেনি তারা। নিজেদের অর্থে আমরা পদ্মা সেতু নির্মাণ করেছি।

আগামী জাতীয় নির্বাচনে প্রস্তুতি নিতে বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্দেশ প্রদান করেছেন। তিনি নির্দেশ দিয়েছেন এই বছরের মধ্যে আওয়ামী লীগের সকল ইউনিটের সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করে দলকে শক্তিশালী করতে। সেই লক্ষ্যে সকল সারা দেশে জেলা থানা ওয়ার্ড এবং ইউনিট কমিটির সম্মেলন হচ্ছে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত