665
Published on জুলাই 23, 2022বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের ভয়াবহ বন্যায় ভাসছে বৃহত্তর সিলেট অঞ্চল। বন্যার এমন ভয়াবহ রূপ আগে দেখেনি এ অঞ্চলের মানুষ।পাহাড়ি ঢল আর প্রবল বৃষ্টির প্রভাবে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্থ হয় মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার হাওরাঞ্চলে মানুষজন।
হাওরাঞ্চলের মানুষের সাস্থসেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ বড়লেখা উপজেলা শাখা ফ্রী মেডিকেল ক্যম্প ও ঔষধ বিতরণ এর আয়োজন করেছে।
শুক্রবার ২২ জুলাই তালিমপুর ইউনিয়নের কানসাই হাকালুকি বালিকা উচ্চ বিদ্যালয়ে এই ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
শুক্রবার দুপুর ২ ঘটিকায় বাংলাদেশ ছাত্রলীগ বড়লেখা উপজেলা শাখার সভাপতি ইমরান হোসাইনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জুনেদ আহমদ এর সঞ্চালনায় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব শাহাব উদ্দিন (এম.পি) এই ক্যাম্পের উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা সাস্থ কমপ্লেক্স এর টি.এইচ.ও ডা. রত্নদীপ বিশ্বাস, বড়লেখা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম সরদার, তালিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান, তালিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি দাস, কানসাই হাকালুকি বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি শামীম আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ বড়লেখা উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বাকের আহমদ, ইকবাল হাসান পলক, বড়লেখা সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম ফরহাদ, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাহেদ মল্লিক, উপজেলা মৎস্যজীবিলীগের সদস্য সচিব আব্দুল আহাদ উপজেলা ছাত্রলীগের উপ সম্পাদক কামিল আহমদ, সহ সম্পাদক কাসেম আহমদ, পৌর ছাত্রলীগের রুহান আহমদ সহ তালিম পুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেত্রীবৃন্দ।
ফ্রী মেডিকেল ক্যম্পে সার্বিক সহযোগিতা করেন ডা.শুভ্রাংশু শেখর দে এর.এম.ও. বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে , ডা.মোবারক হোসেন পলাশ, আবাসিক মেডিকেল অফিসার বড়লেখা, ডা. আনিস কুমার, মেডিকেল অফিসার বড়লেখা, ডা.ইফতেখার হোসেন কমিউনিটি মেডিকেল অফিসার বড়লেখা ৷
এসময় প্রধান অতিথির বক্তব্যে মাননীয় মন্ত্রী শাহাব উদ্দিন এমপি, ক্ষতিগ্রস্ত সবাইকে সব ধরনের সরকারি সহযোগিতা প্রধানের আশ্বাস দেন এবং খাদ্য চাহিদা মিটানোর জন্য হাওরে চাষাবাদের জন্য মানুষকে আহবান করেন, তেলের চাহিদা পূরণে আমদানি নির্ভর না হয়ে নিজেরা সরিষা চাষ করার জন্য উদ্বুদ্ধ করেন, ছাত্রলীগের কার্যক্রমকে তিনি সাধুবাদ জানান এবং এরকম কার্যক্রম অব্যাহত রাখার আহবান করেন।