1127
Published on জুলাই 21, 2022ঢাকা মহানগর উত্তরের বাড্ডা থানা ও ২১, ৯৭, ৩৭, ৩৮, ৪১, ৪২ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ২০ শে জুলাই) মেরুল বাড্ডা রাজউক মাঠে এই সম্মেলনের আয়োজন করে বাড্ডা থানা আওয়ামী লীগ।
বাড্ডা থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মুজিবুর রহমান এর সভাপতিত্বে ও বাড্ডা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ এম জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কৃষি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ড. মোঃ আব্দুর রাজ্জাক (এম পি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আলহাজ্ব এ কে এম রহমত উল্লাহ (এম পি), জাতীয় সংসদের মাননীয় হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন (এম পি), বাংলাদেশ আওয়ামী লীগ উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।
উক্ত ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস এম মান্নান কচি।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী বশির আহমেদ, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম খান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য মোঃ ফারুক মিলন।
এছাড়াও ঢাকা মহানগর উত্তরের বাড্ডা থানা ও ২১, ৯৭, ৩৭, ৩৮, ৪১, ৪২ নং ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।