747
Published on জুলাই 19, 2022ময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার নান্দাইল উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ মেজর জেনারেল আব্দুস সালাম আরসিডিএস পিএসসির সভাপতিত্বে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূইয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক চৌধুরী স্বপন, আওয়ামী লীগ নেতা মো. এমদাদুল হক ভূঁইয়া, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সরকার, নজিবুল্লাহ লিটন প্রমুখ।