বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

548

Published on জুলাই 19, 2022
  • Details Image

বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ জুলাই) সকালে হলদিয়া হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে হলদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি -বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

হলদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মাহতাব হোসেন খান এর সভপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এমএ কাদের মিয়া। বিষেশ অতিথি ও প্রধান বক্তা ছিলেন আমতলী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মো. মতিয়ার রহমান।

সভায় বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নুরুল ইসলাম মৃধা, চাওড়া ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খান, হলদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সহিদুল ইসলাম মৃধা, আওয়ামী লীগ নেতা, গাজী কামাল হোসেন, ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা মো. হারুন অর রশিদ হাওলাদার, আঠারগাছিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. হারুন অর রশিদ, এ্যাভোকেট মো. মনিরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মো. কামাল আকন, বাবু রনজিৎ কুমার, আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট হুমায়ুন কবির বাচ্চু, আওয়ামী লীগ নেতা মো. পলাশ, আওয়ামী লীগ নেতা মো. নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা তরিকুল ইসলাম জুয়েল, আওয়ামী লীগ নেতা এম সাঈদ খোকন, যুবলীগ নেতা মো. নাজমুল হোসেন, মো. আবু তালেব গাজী, সাইফুল ইসলাম বাদল প্যাদা, যুবলীগ নেতা আব্দুস ছোবাহান লিটন, যুবলীগ নেতা মো. মাহবুবুর রহমান, সাইফুল ইসলাম স্বপন, প্যানেল মেয়র মো. হাবিবুর রহমান, প্রভাষক ও আওয়ামীলীগ নেতা ধীরাজ কুমার বিশ্বাস, যুবলীগ নেতা মো. তাজুল ইসলাম তিঠু, হুমায়ুন কবির চৌকিদার, আওয়মীলীগ নেতা মিজানুর রহমান প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন হলদিয়া ইউনিয়ন আওয়মী লীগের সম্পাদক মো. নিয়াজ মোর্শেদ।

হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি -বার্ষিক সম্মেলনে মো. সহিদুল ইসলাম মৃধা বিনা প্রতিদ্বন্ধিতায় হলদিয়া ইউনিয়ন আওয়মী লীগের সভাপতি নির্বাচিত হন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত