548
Published on জুলাই 19, 2022শোকাবহ আগামী ১৫ আগষ্ট পালন উপলক্ষে নওগাঁর মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা ১৮ জুলাই সোমবার অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৪ টায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম নূরানী আলাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছলিম উদ্দিন তরফদার সেলিম এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারন সম্পাদক আহসান হাবীব ভোদন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মন্ডল, প্রচার সম্পাদক বিশ্বনাথ অধিকার গোপাল, উপ প্রচার সম্পাদক ফণী ভূষণ মহন্ত, কৃষকলীগ সভাপতি অমিত ব্যানার্জী ব্যাপ্পী,চান্দাস ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হারুনুর রশিদ,সফাপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সেকেন্দার আলী, উত্তরগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রনজিত কুন্ডু, হাতুড় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হিমান চন্দ্র বর্মন, খাজুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বেলাল উদ্দিন, উপজেলা যুবলীগ আহবায়ক রেজাউন নবী আনসারী বাবু, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু আল আশ আরী,সাধরন সম্পাদক তনু কুমার দেব প্রমুখ।এ সভায় উপজেলার ১০ ইউনিয়নের আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছা সেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলটির সর্বস্থরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।