704
Published on জুলাই 2, 2022গাজীপুরের শ্রীপুরে ৩০ জন নারীকে সেলাই মেশিন ও ১৩শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করেছেন অধ্যাপিকা রুমানা আলী টুসি, এমপি। শুক্রবার (১ জুন) তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫হাজার ২’শ গাছের রোপন করেন। এছাড়া দুপুরে শ্রীপুর ভবনে ৩০ জন নারীকে একটি করে সেলাই মেশিন প্রদান করেন।
জানা যায়, জাতীয় সংসদের সংরক্ষিত ৩৪১ আসনের এমপি অধ্যাপিকা রুমানা আলী টুসি শুক্রবার শ্রীপুরের বিভিন্ন ইউনিয়নে গন সংযোগ করেন। এসময় তিনি উপজেলার পৌর এলাকা সহ ৮টি ইউনিয়নের ১৩টি শিক্ষা প্রকিষ্ঠানে ৫হাজার ২’শ টি বিভিন্ন প্রকার ফলজ,বনজ,ওষুধী গাছের চারা রোপন করেন। দুপুরে পৌর শহড়ের শ্রীপুর ভবনে এক সভায় তিনি ৩০ জন নারীকে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ার ম্যান মো.রফিকুল ইসলাম মন্ডল বুলবুল, আওয়ামী লীগ নেতা মো. আহছানউল্লা, যুবলীগ নেতা হাজী মো. রফিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জাহিদুল আলম রবিন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. রুহুল কিস, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. জাকিরুল হাছান জিকু সহ দলীয় নেতা কর্মী।