1122
Published on জুন 20, 2022বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আজ বিকেল থেকে রাত পর্যন্ত সিলেট শহরের বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী হিসেবে বিভিন্ন ধরনের শুকনা খাবার, মিনারেল ওয়াটার, মোমবাতি, দিয়াশলাই,পানি বিশুদ্ধ করন ল্যাবলেট বিতরণ করা হয়। বন্যায় সিলেট শহরের জলাবদ্ধ এলাকার বিভিন্ন পয়েন্টে ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌছে দেয়া হয়।
বাংলাদেশ ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ইমরান জমাদ্দার ত্রাণ টিমের সার্বিক তত্ত্বাবধান করছেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি তৌহিদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক বরিকুল ইসলাম বাধন, ধর্ম সম্পাদক তুহিন রেজা, উপ-সাংস্কৃতিক সম্পাদক ইসমাইল হোসেন, সহ-সম্পাদক সাইফুল ইসলাম রাজন, সাইফুর রহমান এবং সদস্য আলী হোসেন আলম।
ইমরান জমাদ্দার বলেন,"আগামী কয়েক দিন আমাদের এই কর্মসূচি চলবে। আগামীকাল আমরা সিলেটের প্রত্যন্ত অঞ্চল এবং আশ্রয় কেন্দ্রগুলোতে ত্রাণ কার্যক্রম পরিচালনা করবো।দেশের অন্যান্য বন্যার্ত জেলা গুলোতেও আমাদের ত্রাণ কার্যক্রম অব্যাহত আছে।'
 
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                            