সিলেটে বন্যার্ত মানুষের পাশে সিলেট জেলা আওয়ামী লীগ

566

Published on জুন 20, 2022
  • Details Image

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত উপজেলা সমূহে সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে ত্রাণ বিতরণের অংশ হিসেবে আজ বন্যা উপদ্রুত সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ত্রাণ বিতরণ করা হয়।

গতকাল (১৯ জুন, ২০২২) সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান এর নেতৃত্বে কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে শুকনো খাবার প্যাকেট বিতরণ করা হয়।

এসময় সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সিলেটের বন্যা উপদ্রুত এলাকায় বন্যা আক্রান্ত মানুষের পাশে সিলেট জেলা আওয়ামী লীগ রয়েছে। বন্যা উপদ্রুত এলাকায় আটকে পরা লোকজনদের দ্রুত উদ্ধারে জেলা প্রশাসনকে সহায়তা করতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ তাৎক্ষণিক সেনাবাহিনী মোতায়েন করা হয়। দেশ প্রেমিক সেনাবাহিনী তাদের জীবনের ঝুঁকি নিয়ে এই মহা দু্র্যোগ কালীন সময়ে অত্যন্ত দক্ষতা ও সেবার মানসিকতা নিয়ে দ্রুততম সময়ের মধ্যে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হয়। ধর্য্য আর সাহসের সাথে এই দুর্যোগ মোকাবেলা করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার এবং বাংলাদেশ আওয়ামী লীগ সকল দুর্যোগ ও দুর্বিপাকে সবসময় জনগণের পাশে আছে এবং পাশে থাকবে।

ত্রাণ বিতরণ কার্যক্রমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শমশের জামাল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ মোহাম্মদ সাকির আহমদ শাহীন, উপ-দপ্তর সম্পাদক মোঃ মজির উদ্দিন প্রমুখ।

এর আগে আজ সকালে সিলেট সিটি কর্পোরেশনের ১২ নং ওয়ার্ডের মঈনুননেছা উচ্চ বিদ্যালয় ও শেখঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে রান্না করা খাবার বিতরণের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত