712
Published on জুন 19, 2022ভারী বৃষ্টিপাত আর পাহাড়ী ঢলে সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোণায় ভয়াবহ বন্যার সৃষ্টির হয়েছে। বন্যার পানিতে সিলেট, সিলেট মহানগর, সুনামগঞ্জ ও নেত্রকোণাসহ বেশ কয়টি জেলা প্লাবিত হয়েছে। সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোণায় বন্যা কবলিত মানুষের জনদুর্ভোগ লাঘবে বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে খাদ্য সহায়তা নিয়ে পাশে রয়েছে সিলেট জেলা, সিলেট মহানগর, সুনামগঞ্জ ও নেত্রকোণা জেলা যুবলীগ।
সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদারের নেতৃত্বে নগরীর বিভিন্ন ওয়ার্ডে প্রায় ৬০০০ মানুষের মাঝে রান্না করা খাবার, শুকনো খাবার, চিড়া, মুড়ি, বিস্কুট, গুড়, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, মোমবাতি ও দিয়াশলাই বিতরণ অব্যাহত রেখেছে।
সিলেট জেলা যুবলীগের সভাপতি মোঃ শামীম আহমেদ ও সাধারণ সম্পাদক মোঃ শামীম আহমেদ এর নেতৃত্বে সিলেট জেলার বিভিন্ন উপজেলার প্রায় ২০০০ মানুষের মাঝে রান্না করা খাবার, শুকনো খাবার, চিড়া, মুড়ি, বিস্কুট, গুড়, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, মোমবাতি ও দিয়াশলাই বিতরণ অব্যাহত রেখেছে।
সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপলের নেতৃত্বে সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার প্রায় ৪০০০ মানুষের মাঝে রান্না করা খাবার, শুকনো খাবার, চিড়া, মুড়ি, বিস্কুট, গুড়, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, মোমবাতি ও দিয়াশলাই বিতরণ অব্যাহত রেখেছে।
মৌলভীবাজার জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমেদ ও সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান (সুমন) এর নেতৃত্বে সিলেট মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে ও মৌলভীবাজার জেলার খলিলপুর ইউনিয়নে প্রায় ৫০০ পরিবারের মাঝে (প্রতি পরিবারে) চিড়া ২ কেজি, গুড় ১ কেজি, বিশুদ্ধ পানি ২ লিটার, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, মোমবাতি ও দিয়াশলাই বিতরণ অব্যাহত রেখেছে।
নেত্রকোণা জেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ খান জনি ও যুগ্ম-আহ্বায়ক দেওয়ান রনি, জামিউল ইসলাম জামি’র নেতৃত্বে নেত্রকোণা জেলার বিভিন্ন উপজেলার প্রায় ১৫০০ মানুষের মাঝে রান্না করা খাবার, শুকনো খাবার, চিড়া, মুড়ি, বিস্কুট, গুড়, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, মোমবাতি ও দিয়াশলাই বিতরণ অব্যাহত রেখেছে।
বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল এর আহ্বানে বন্যাদুর্গত মানুষের মাঝে যুবলীগের ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।