759
Published on জুন 18, 2022উত্তরখান থানা আওয়াী লীগের সভাপতি, মো: কামাল উদ্দিনের সভাপতিত্বে মৈনারটেক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উওরখান থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বাষির্ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সংসদের সদস্য শাহাবুদ্দীন ফরাজী, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ নাজিম উদ্দিন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রেখেছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।