957
Published on জুন 15, 2022রাজশাহীর বাগমারায় ২০২১-২২ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি’র) অর্থায়নে উপজেলা নারী উন্নয়ন ফোরামের মাধ্যমে মাধ্যমিক পর্যায়ে দরিদ্র ও মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিরতণ করা হয়েছে।
শনিবার দুপুরে নারী উন্নয়ন ফোরামের পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্বরে বাইসাইকেল বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাজের পিছিয়ে পড়া দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা যেন পড়ালেখা থেকে ছিটকে না পড়ে এ উদ্দেশ্যে নারী উন্নয়ন ফোরাম বাইসাইকেল বিরতণের উদ্যোগ গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে দরিদ্র ও মেধাবী ৫৮ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিরতণ করেন বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, প্রকৌশলী খলিলুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কহিনুর বানু প্রমুখ।