হবিগঞ্জের বাহুবল উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

746

Published on জুন 14, 2022
  • Details Image

হবিগঞ্জের বাহুবল উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুন) বিকেলে উপজেলা সদরের শেখ রাসেল স্মৃতি মঞ্চে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দন নুর মানিক এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।

বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী , কেন্দ্রীয় সদস্য আজিজুস সামাদ আজাদ ডন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ- ৩ আসনের এমপি জননেতা আলহাজ্ব এডভোকেট আবু জাহির, হবিগঞ্জ-২ আসনের এমপি এডভোকেট আব্দুল মজিদ খান ,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন চৌধুরী বুলবুল। 

এ ছাড়া উপস্হিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌর সভার মেয়র আতাউর রহমান সেলিম, আওয়ামী লীগ নেতা ও আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান, বানিয়াচুং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই।

সভা পরিচালনা করেন যৌথভাবে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এম,এ মজিদ তালুকদার ও সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ কুটি। সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট আবু জাহির এমপি।

সম্মেলন শেষে অনুষ্ঠিত কাউন্সিলে জেলা সভাপতি নতুন কমিটির সভাপতি হিসেবে সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই এবং সাধারণ সম্পাদক হিসেবে মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুদ্দিন লিয়াকত এর নাম ঘোষণা করেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত