910
Published on জুন 13, 2022নির্বাচনে সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যথা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে।
রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মাঠে মোহাম্মদপুর থানা এবং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগ জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে- বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের জন্ম রাজপথে। রাজপথেই থাকবে, রাজপথ কখনো ছাড়বে না। এ দলের শেকড় মাটির অনেক গভীরে। বাংলাদেশের জনগণের রক্তের সঙ্গে আওয়ামী লীগ মিশে আছে।
সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডের ঘটনা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এটা নাশকতা নাকি দুর্ঘটনা সব তথ্য গোয়েন্দাদের কাছে রয়েছে। তদন্তের মাধ্যম সঠিক তথ্য বের হয়ে আসবে।
বিএনপি নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, আগুন নিয়ে খেলবেন না। তাহলে সেই আগুনে পুড়ে আপনাদের পরিণতি হবে ভয়াবহ। নেতিবাচক রাজনীতি পরিহার করে ইতিবাচক ধারার রাজনীতি করুন। দেশের মানুষের কল্যাণে কাজ করুন।