গাইবান্ধা পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

744

Published on জুন 11, 2022
  • Details Image

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে সাড়ে ১৩ বছরের মধ্যে যেভাবে বদলে গেছে এটি সমগ্র পৃথিবীর কাছে প্রশংসা পেয়েছে। মানুষের বেশভূষার পার্থক্য অনেক। মানুষের মধ্যে চাকচিক্য বেড়ে গেছে। প্রতিটি মানুষের ভাগ্যের পরিবর্তন হয়ে গেছে; কিন্তু একটি দল স্বীকার করতে চায় না। 

শুক্রবার বিকালে গাইবান্ধা পৌর পার্কের শহিদ মিনার চত্বরে পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, পদ্মা সেতু হওয়াতে বিএনপি নেতাদের মাথা খারাপ হয়ে গেছে। কয়েক দিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, পদ্মা সেতু নাকি খালেদা জিয়া ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। 

তিনি বলেন, পদ্মা সেতু হওয়ার পর ভারতের পত্রিকায় লিখেছে- ভারত যেটি পারেনি, সেটি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ করেছে। পাকিস্তানের পত্রিকায় লিখেছে- পাকিস্তান যেটি পারেনি, শেখ হাসিনা সেটি করে দেখিয়েছে।

কাউন্সিলের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরহাদ আব্দুল্লাহ হারুন বাবলু এবং কাউন্সিলে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। 

পৌর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন ও সাধারণ সম্পাদক এমারুল ইসলাম সাবিনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন- আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামীম, কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমি প্রমুখ। 

এছাড়া আগামীকাল শনিবার সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল স্থানীয় ডি ডব্লিউ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। ওই কাউন্সিলে প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত