610
Published on জুন 2, 2022আগামী ২০২২-২৩ অর্থবছরের বাজেটে প্রযুক্তি নির্ভর পাঁচ সেক্টরের জন্য আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটি ৫১টি আলাদা সুপারিশ প্রনয়ণ করেছে। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির গঠিত বিশেষজ্ঞ টাস্কফোর্সের মতামতের ভিত্তিতে সড়ক পরিবহন ও সেতু, আইসিটি, আমার গ্রাম-আমার শহর, বিদ্যুৎ, জ্বালানি সেক্টরে এই ৫১টি সুপারিশ দেওয়া হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব এবং আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর স্বাক্ষরিত এ সুপারিশগুলো অর্থ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, বিশেষজ্ঞ সদস্যদের সমন্বয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির ৬টি বিষয় ভিত্তিক টাস্কফোর্স রয়েছে। এই টাস্কফোর্সগুলো থেকে আসন্ন ২০২২-২৩ অর্থবছরের বাজেটে সড়ক পরিবহন ও সেতু, আইসিটি, আমার গ্রাম-আমার শহর, জ্বালানি এবং বিদ্যুৎ সেক্টরে আমরা ৫১টি সুপারিশ জমা দিয়েছি।
এই সুপারিশগুলো মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ঘোষিত ‘ভিশন ২০৪১’ ও ‘ডেল্টা প্ল্যান ২১০০’ সফলভাবে বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করি।
আমরা সুপারিশগুলো দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে জমা দিয়েছি এবং তার পরামর্শে এ সুপারিশগুলো অর্থ মন্ত্রণালয়েও প্রেরণ করেছি।